Breaking News
Home / Trending / সময় আসলে বিএনপিকে আন্দোলন বুঝিয়ে দেয়া হবে: কাদের

সময় আসলে বিএনপিকে আন্দোলন বুঝিয়ে দেয়া হবে: কাদের

শেখ হাসিনা ডাকলে হাজার হাজার মানুষ জড়ো হবে। আওয়ামী লীগ ধরে রাখলে পালানোর পথ পাবে না বিএনপি। সময় হলে এ আন্দোলন বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাখা বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, টাকার বস্তার উপর শুয়ে আছেন মির্জা ফখরুল সাহেব। জনগণকে সরকার পতনের উস্কানি দিচ্ছে বিএনপি। সাধারণ মানুষের প্রতি বিএনপির কোনো দরদ নেই। এদের দরদ ক্ষমতার ময়ূর সিংহাসনের প্রতি। তিনি বলেন, আওয়ামী লীগে কোনো পকেট কমিটি হবে না। কর্মী যাদের চায়, যারা ত্যাগী তারাই নেতৃত্বে আসবে।

আসলে তারা পুরনো হাওয়া ভবন ফেরত পাবার আন্দোলনের পথ খুঁজছে।

About ja

Check Also

গরীব ঘরের ছেলে থেকে যেভাবে হলেন আজকের মুস্তাফিজ। মুস্তাফিজুরের জীবন কাহিনী

রেহা মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করার পরপরই যাতে বাইরে খেলাধুলা করতে যেতে না …