Breaking News
Home / Trending / সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, এই সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি। বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে তা বেড়েছে।

কারণ তিনগুণ দাম দিয়ে (বাইরে থেকে) কিনতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে। শনিবার (৫ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় ৯টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুভ্র সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জাহিদ মালেক বলেন, পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িংরুম। কাজেই ড্রয়িংরুমের দিকে খেয়াল রাখতে হবে। পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদেরকে পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে।

লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

About ja

Check Also

গরীব ঘরের ছেলে থেকে যেভাবে হলেন আজকের মুস্তাফিজ। মুস্তাফিজুরের জীবন কাহিনী

রেহা মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করার পরপরই যাতে বাইরে খেলাধুলা করতে যেতে না …