Breaking News
Home / Trending / দেশে চলে গেলেন পর্তুগাল ফুটবল টিম, কাতারে থেকে গেলেন রোনালদো

দেশে চলে গেলেন পর্তুগাল ফুটবল টিম, কাতারে থেকে গেলেন রোনালদো

মরোক্কর সাথে হেরে দুঃস্বপ্নের এক বিশ্বকাপের পর দেশে ফেরার বিমান ধরছে পর্তুগাল ফুটবল দল। কিন্তু সেই বিমানে থাকছেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বরং আরো কিছুটা সময় কাতারেই কাটাবেন এই ফুটবলার।

পর্তুগিজ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছেন রোনালদো সহ আরোও ৯ ফুটবলার থেকে গেছেন কাতারে। তারা হলেন-বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, দিয়োগো দালোত, রুবেন নেভেস, রুই পাত্রিসিও, রাফায়েল গেরেইরো, রাফায়েল লেয়াও, জোয়াও কান্সেলো ও মাহিউস নুনেস।

বিশ্বকাপটা এক অর্থে পর্তুগালের জন্য ভুলে যাওয়ার মতোই। সময়ের সেরা প্রজ’ন্মের ফুটবলার নিয়ে এসেও সাফল্যের দেখা পায়নি। কোয়ার্টার ফাইনালে তাদের ১-০ গোলে হারিয়ে অঘটনে জন্ম দেয় মর’ক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পা রাখে দলটি।

তাই ৩৭ বছর বয়সেও বিশ্বজয়ের স্বপ্ন দেখা রোনালদোকে ফিরতে হয়েছে হতা’শা। পাঁচ ম্যাচ খেলে কেবল একটি গোলই করতে পারেন তিনি। নকআউট পর্বের দুই ম্যাচেই তাকে বদলি হিসেবে মাঠে নামান কোচ ফার্নান্দো সা’ন্তোস। ২০০৮ ইউরোর পর প্রথম কোনো মেজর টুর্নামেন্টে পর্তুগালের সেরা একাদশে জায়গা হয়নি রোনালদোর।

যা প্রচুর আলোচনা-সমা’লোচনার জন্ম দেয়। দুঃ’স্বপ্নের বিশ্বকাপ হলেও এখানেই প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার ইতিহাস গড়েছেন রোনালদো। মরকো বিপ’ক্ষে খেলতে নেমে ছুঁ’য়েছেন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) খেলার কীর্তি।

বিশ্বকাপ শেষে এখন নতুন ক্লাব খোঁজার মিশনে নামতে হবে এই ফরোয়ার্ডকে। কেননা বি’স্ফো’রক এক সাক্ষাৎকারের কারণে বিশ্বকাপের আগ দিয়ে তাকে ছেড়ে দেয় ম্যানচেস্টা’র ইউনাইটেড।

About ja

Check Also

অষ্টম শ্রেণীতে ফেল হওয়া ছেলেটি মাত্র ২৩ বছর বয়সে কোটিপতি

অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে সবসময় চিন্তিত থাকেন। তাই প্রতিটি অভিভাবক তাঁদের সন্তানদের সেরা স্কুল …