Fifa World Cup 2022 live খেলা দেখার নিয়ম। আজকের ব্লগটি শুধু ফিফা বিশ্বকাপ নিয়ে। আজকে আমি শেয়ার করবো ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ কিভাবে মোবাইলে ও তিভিতে দেখতে পারবেন। তবে চলুন জেনে নেওয়া যাক।
কতার বিশ্বকাপ লাইভ মোবাইলে দেখার নিয়ম ২০২২
FIFA World Cup 2022 Live Stream
কাতার বিশ্বকাপ (World Cup) শুরু হয়েছে গতমাসে। কাতার vs ইকুয়েডরের খেলা দিয়ে শুরু Fifa Word Cup 2022। ফিফা বিশ্বকাপ 2022 মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতন পর্দা নামছে। Qatar World Cup 2022 মাতাতে মেসি, রোনাল্ডো, নেইমাররা পা রেখেছিলেন কাতারের মাটিতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ লিজেন্ডদের বিদায় হয়ে গেছে। তবে রয়ে গেছেন লিওন্যাল মেসি ও তার আর্জেন্টিনা। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স। এই ম্যাচটি যেভাবে দেখবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা বিশ্বকাপ ২০২২ ফাইনাল খেলাটি লাইভ খেলা বিশ্বের অনেক চ্যানেল সম্প্রচার করবে। তবে বাংলাদেশের কোন চ্যানেল Qatar Fifa World Cup 2022 Final live সম্প্রচার করবে? চিন্তার কারণ নেই, বাংলাদেশের বেশ এই লাইভ ম্যাচ দেখাবে।
১। জিটিভি (গাজি টিভি)
২। বিটিভি
৩। টি স্পোর্টস টিভি।
৪। Sports18
এবার আসুন মোবাইলে কিভাবী দেখবেন।
Toffee App টফি অ্যাপে ফিফা বিশ্বকাপ লাইভ খেলা দেখার নিয়ম।
টপি অ্যাএ খেলার দেখার নিয়ম একদ্ম সহজ, বাংলালিংক এবার টপিতে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ সহ যেকোনো দেশ থেকে খেলা দেখা যাবে টপিতে
* টফি অ্যাপ ডাউনলোড করুন।
* ইন্সটল করুন।
* ফিফা বিশ্বকাপ লাইভ ম্যাচে ক্লিক করুন।
* FIFA LIVE ম্যাচে ক্লিক করুন।
* তারপর খেলা দেখতে পারবেন।